লালমনিরহাটে আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানের বোনের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা করায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সকাল থেকেই শহরের বানিয়াপট্টি ও বাটামোড় এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে হতাহত হয়নি কেউ। ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের সাহেব পাড়ায় আ’লীগ সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের বোনের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রলীগ সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়।