লালন সাঁই’র তিরোধান দিবসে এবারও ছেঁউড়িয়ায় হচ্ছে না উৎসব আয়োজন

- আপডেট সময় : ০৫:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৭১৮ বার পড়া হয়েছে
মরমী সাধক লালন সাঁই’র তিরোধান দিবসে এবারও কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন মাজারে হচ্ছে না উৎসব আয়োজন। থাকছে না লালন মেলা ও সংগীতানুষ্ঠানের আসর। পর পর চারবার উৎসব না হওয়ায় কষ্টে দিনাতিপাত করছে বাউল ফকির আর মেলার দোকানীরা। তবে দর্শনার্থীর উপস্থিতি কমেনি। আর বাউল ফকিররা মাজারের বাইরে আসর পেতে হাজির গুরুভক্তি দিতে।
প্রতিবছর কার্তিকের প্রথম সপ্তাহে বাউল সমাট্র লালন সাঁইর তিরোধান দিবসে শুরু হয় মেলা ও লালনের আসর। এবছর লালন সাঁইর ১৩১ তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিনদিন ব্যাপী উৎসব হওয়ার কথা ছিল।করোনার কারণে এবারও স্থগিত করা হয়েছে।
তাই আগে-ভাগে লালন সঙ্গীতের বাদ্যযন্ত্র নিয়ে পসরা সাজিয়েছিলেন অনেকে। উৎসব স্থগিত হওয়ায় লোকসান গুণতে হবে দোকানীদের।
গত ৭ অক্টোবর লালন একাডেমীর কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে উৎসব স্থগিতের নিদের্শ দেয় জেলা প্রশাসক।
বাউল ফকিরের গান মানুষকে আধ্যাত্মিকতার জ্ঞান দান করে। দেয় মানবতার শিক্ষা। দীর্ঘদিন এভাবে উৎসব বন্ধ থাকলে এক সময় হয়তো এর মূল উদ্দেশ্যে বিচ্যুত হবে। তাই উৎসব খুলে দেয়ার দাবি ভক্তদের।