লম্বা বিরতির পর ফুটবলে ফিরতে মরিয়া বার্সেলোনার ভিদাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
লম্বা বিরতির পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে মরিয়া বার্সেলোনার আর্তুরো ভিদাল। বার্সার হয়ে চলতি মৌসুমের শিরোপা জিততে দৃঢ়প্রতিজ্ঞ এই চিলিয়ান মিডফিল্ডার।
এজন্য বার্সেলোনার সামনে ১১টি ফাইনাল অপেক্ষা করছে বলে মনে করেন ভিদাল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তিন মাসের বিরতি শেষে দর্শকশূন্য স্টেডিয়ামে ১১ জুন থেকে মাঠে ফিরছে স্প্যানিশ লা লিগা। লিগে বাকি আছে ১১ রাউন্ডের খেলা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। গুরুত্ব বোঝাতে বাকি ১১ ম্যাচের প্রতিটিকে ফাইনাল ম্যাচের সঙ্গে তুলনা করেছেন আর্তুরো ভিদাল। এছাড়া করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা মৌসুম, অনুশীলন ও দল নিয়ে নিজেদের লক্ষ্যসহ নানা দিক নিয়ে কথা বলেন এই মিডফিল্ডার।