লন্ডন স্টেডিয়াম পরিণত হয়েছিলো এক টুকরো ফ্র্যাঙ্কফুর্টে
- আপডেট সময় : ০৬:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়েছে এইনট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুর্ট। অন্যম্যাচে রেঞ্জার্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লাইপজিগ।
ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম ম্যাচে লন্ডন স্টেডিয়াম পরিণত হয়েছিলো এক টুকরো ফ্র্যাঙ্কফুর্টে। কোয়ার্টার ফাইনালে যেমন ন্যু ক্যাম্পে সমর্থকদের আধিপত্য কাজে লাগিয়েছিলো ফ্র্যাঙ্কফুর্ট ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচেও ঘটেছে একই ঘটনা পুনরাবৃত্তি। ৪৬ বছর পর কোন ইউরোপিয়ন আসরের ফাইনালের পথ রূদ্ধ হয়েছে ওয়েস্ট হামের। অ্যাওয়ে ম্যাচের পরও হোম অ্যাডভান্টেজ পেয়েছে জার্মান ক্লাবটি। অ্যাংসার নফ, দাইচি কামাদাদের কল্যানে দারুন জয় ফ্র্যাঙ্কফুর্টের। মাঝে হ্যামারদের হয়ে গোল করেন মিচেল অ্যান্টোনিয়ো। তবে সমতায় ফেরার সবচেয়ে সহজ সুযেগাটা নষ্ঠ হয় ম্যচের ইনজুরি সময়ে জেরড বোমেনের বাই সাইকেল কিক ক্রসবারের লেগে ফিরলে।



























