লন্ডন থেকে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় তারেক রহমান অভিযোগ আওয়ামী লীগের

- আপডেট সময় : ০৭:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
লন্ডন থেকে নির্দেশ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চান তারেক রহমান।এমন অভিযোগ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গির কবির নানকের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল উল আলম হানিফ বললেন, দেশের প্রতিটি গণহত্যার সঙ্গে বিএনপি জড়িত । সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বঙ্গবন্ধু এভিনিউ’র কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি।
এতে আলোচনায় অংশ নেন দলের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানকসহ দলের কেন্দ্রীয় নেতারা। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তারা।
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘১৫ ও ২১ আগস্ট বাঙালি জাতির নেতৃত্ব নির্মূলে নীলনকশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপিকে আদর্শিক ও রাজনৈতিকভাবে একটি খুনির দল।
এদিকে, বাড্ডা হাইস্কুল মাঠে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের আলোচনাসভা ও অসহায়-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি জানান শেখ ফজলে শামস পরশ।
পরে অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।