লন্ডনে তারেক রহমানের সঙ্গে কখনও দেখা হয়নি : মকবুল হোসেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
বাধ্যতামূলক অবসরে পাঠানো তথ্য সচিব মো. মকবুল হোসেন বলেছেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে কখনও দেখা হয়নি, দেখার ইচ্ছাও নেই। এছাড়া বিরোধী পক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছিল না।
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান বাধ্যতামূলক অবসরে পাঠানো তথ্য সচিব মকবুল হোসেন। তিনি জানান, অবসরে পাঠানোর কারণ সরকার থেকে জানানো হয়নি। তিনি বলেন, জীবনে কখনো নীতি-নৈতিকতার সঙ্গে আপস করেননি। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে যেকোনো সময় প্রস্তুত রয়েছেন বলে জানান মকবুল হোসেন। এদিকে নিজ মন্ত্রণালয়ের সচিবের বাধ্যতামূলক অবসরের বিষয়ে কিছুই জানানে না বলে দাবি করেছেন তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ।

















