লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। অথচ, তার আগেই রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন রুটের লঞ্চে দেড় গুণ ভাড়া আদায় করার অভিযোগ করেছেন যাত্রীরা।
গতকাল লঞ্চমালিকদের নিয়ে বৈঠক শেষে লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে সাত সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। কমিটি ভাড়া পুনর্নির্ধারণ করে জমা দিলে কাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সরকারের এ সিদ্ধান্তের আগেই লঞ্চে দেড় গুণ ভাড়া আদায় করা হচ্ছে। গতকাল ঢাকা থেকে বরিশালগামী লঞ্চের যাত্রীরা বলেন, দুই দিন আগে লঞ্চের ডেকে করে ঢাকায় বরিশাল যাওয়ার ভাড়া ছিল ২০০ টাকা । কিন্তু, আজ ৩৫০ টাকা ভাড়া নেয়া হয়। এটা মড়ার ওপর খাড়ার ঘা।’