লক্ষ্যমাত্রার চেয়েও অধিক উৎপাদন হয়েছে জামালপুরে বোরো ধান
 
																
								
							
                                - আপডেট সময় : ০৮:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
জামালপুর জেলায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশী উৎপাদন হয়েছে। তবে বাজারে ধানের দাম না বাড়লে ক্ষতির আশঙ্কা কৃষকদের। আর কৃষি বিভাগ বলছে, ফলন ভালো হওয়ায় ধানের দাম কমবে না।
গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে জামালপুর জেলার ৭ উপজেলাতেই এবার বোরো ধানের আবাদে ব্যাপক ফলন হয়েছে। এ বছর বোরো আবাদ হযেছে ১লাখ ২৯ হাজার ৩৭০ হেক্টর।
এখন ধানের দাম মন প্রতি ৭’শ থেকে ৮’শ টাকা মন বিক্রি হচ্ছে। তবে সার বীজ আর শ্রম মজুরিতে কৃষকের প্রায় ১২’শ টাকা খরচ হয়ে যায়। এতে করে যে খরচ হয়েছে তাতে করে ধানের দাম মন প্রতি ১৫ থেকে ১৬’শ টাকা পেলে কৃষক লাভের মুথ দেখবে।
শ্রম মজুরী,সার,বীজদের খরচ দিয়ে ধানের দাম বাড়ানোর দাবী কৃষকের।
জলবায়ু ও আবহাওয়া অনুকুল থাকায় বোরোর ধানের আবাদ ভালো হয়েছে। কৃষক ভালো দামে ধান বিক্রি করে লাভবান হবে আশা কৃষি বিভাগের।
বন্যার ক্ষতি পুশিয়ে কৃষক দামের ন্যায্য মূল্য পাবে এমনটি প্রত্যাশা সকলের।

 
																			 
																		










