লক্ষ্মীপুরসহ দেশের তিন জেলায় চারজন খুন

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ২০২৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরসহ দেশের তিন জেলায় চারজন খুন হয়েছেন। এর মধ্যে দুইজন বিভিন্ন মামলার আসামি এবং একজন আওয়ামী লীগের কর্মী রয়েছেন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় নুর আলম ওরফে নুরু টেইলারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নুর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২নং পাঁচপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে, বগুড়ায় শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার সহযোগী স্বপন গেলরাতে খুন হয়েছে।
এছাড়াও রাজবাড়ীর গোয়ালন্দে সুশীল কুমার সরকার নামে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সুশীল উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।