লকডাউনে বন্ধ রয়েছে গণপরিবহন, বিপাকে চালক ও শ্রমিকরা

- আপডেট সময় : ০৮:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশে অঘোষিত লকডাউনে বন্ধ রয়েছে গণপরিবহন। এতে বিপাকে পড়েছেন চালক ও শ্রমিকরা। দিন এনে দিন খাওয়া মানুষগুলোর দিন কাটছে অর্ধাহার-অনাহারে। পরিস্থিতি মোকাবেলায় সরকার ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তারা। আর পরিবহন খাতে বিশেষ প্রণোদনা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।
অঘোষিত লকডাউনে ঘুরছে না গাড়ির চাকা। বিপাকে পরিবহণ শ্রমিকরা। অনেকে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন অনাহারে-অর্ধাহারে।
এ রকম হাজারো চালক-শ্রমিক চলমান লকডাউনে বিপাকে পড়েছেন। গাড়ীর চাকার মতো বন্ধের পথে সংসারের চাকা। সরকার বা কারো কাজ থেকে একমাসে কিছুই পায়নি তারা।
কোনো কোনো শ্রমিক জানান, মালিকের কাছ থেকে প্রতিদিন ১শ টাকা ও নিজের তিন বেলার খাবার খরচ পেলেও তাতেতো আর সংসার চলে না। ।
মালিকরা বলছেন, গাড়ি না চললে তাদের আয়ও নেই। তারাও রয়েছেন বিপাকে। পরিবার পরিজন নিয়ে আছেন উদ্বেগ, উৎকন্ঠায়।
শ্রমিকদের নানাভাবে সহযোগিতা করলেও মালিকদের অবস্থাও ক্রমেই খারাপ হচ্ছে জানিয়ে, সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকারকে এগিয়ে আসতে হবে।
শ্রকিকদের সহযোগিতায় বিত্তবানেদের এগিয়ে আসার আহ্বান জানান খন্দকার এনায়েত উল্ল্যাহ।