লকডাউনে কুমিল্লা মহাসড়ক পাহারায় তৎপর হাইওয়ে পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
লকডাউনে কুমিল্লা মহাসড়ক পাহারায় তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ।
সকাল থেকেই মহাসড়কের কুমিল্লা অংশে লকডাউন কার্যকরে হাইওয়ে পুলিশের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। মহাসড়কের ইলিয়টগঞ্জ ও দাউদকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালাচ্ছে হাইওয়ে পুলিশ। চলাচলকারী যেসব যানবাহন উপযুক্ত কারণ ও পাস দেখাতে পারছে না, তাদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে। কুমিল্লার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলতে হবে। কেউ নির্দেশনা না মেনে মহাসড়কে বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।