লকডাউনের মধ্যেই রাজধানীতে গণপিরবহন চলাচল শুরু

- আপডেট সময় : ০৭:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
লকডাউনের মধ্যেই রাজধানীতে গণপিরবহন চলাচল শুরু হয়েছে। জরুরী প্রয়োজন এবং জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন অসংখ্য মানুষ। এদিকে দোকান ও মার্কেট খোলার দাবিতে আজও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। গুলিস্তানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। লকডাউনে বাইকে রাইড শেয়ারিং’ চালুর দাবিতে বিক্ষোভ হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের তৎপরতা তেমন দেখা যায়নি। ডিএমপির মিডিয়া উইংয়ের এডিসি ইফতেখায়রুল ইসলাম জানান, করোনা সংক্রমণ না ছড়াতে সবাইকে সচেতন করা হচ্ছে।
সম্প্রতি করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে সরকারের ঘোষিত লকডাউনের তৃতীয় দিনেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হন অনেকে।
লকডাউনের মধ্যেই গণপরিবহন চালু হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর। তবে
মোটর বাইকে রাইড শেয়ারিং চালু ও দোকান খোলার দাবিতে বিক্ষোভ হয়েছে রাজধানীতে। বিপনি বিতানের সামনে মানববন্ধন করে দোকান কর্মচারিরা।
সরকারের এমন ঘোষণায় ঢাকার গুলিস্তান ও মতিঝিলের সড়কে অসংখ্য যান চলাচল দেখা গেলেও নেই যাত্রী
করোনার উচ্চহারেও সরকারের নানা পদক্ষেপের সমালোচনা করেন সাধারণ মানুষ।
শুধু দোকানপাট নয়, নিষেধাজ্ঞা অমান্য করে ফুটপাতেও বসছেন কেউ কেউ। বলছেন বিক্রি নেই।
তারপরে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, জনসচেতনতায় কাজ করছেন তারা ।