লকডাউনের মধ্যে মাওলানা আনসারী’র জানাযায় হাজারো মানুষের জমায়েত

- আপডেট সময় : ০৫:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউনের মধ্যেই খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারী নামাজে জানাযায় হাজারো মানুষের জমায়েত হয়েছে।
সকাল ১০টায় সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় করোনা আতঙ্কের মধ্যেই এ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে করোনা থেকে পরিত্রাণেরর পাশাপাশি মাওলানা জুবায়ের আহমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মাদ্রাসার প্রান্তর ছাড়িয়ে জানাযার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কের বিস্তুর্ন এলাকায়। দেশের বিভিন্ন স্থান এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদ্রাসা ছাত্র এবং সাধারন মানুষ যোগ দেন। এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন টিটু সাংবাদিকদের বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহর ছাড়াও ঢাকা থেকে লোকজন এসেছে। চিন্তাও করা যায়নি এতো লোক হবে। লোকজন আসতে শুরু করার পর আর কিছু করার ছিল না।
উপজেলা প্রশাসন থেকে কোনো অনুমতি দেয়নি বলে জানান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মুসা ।