লকডাউনের পর গণপরিবহনে বিধি নিষেধ না মানলে আবারও কঠোর লকডাউন দেয়া হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
লকডাউনের পর গণপরিবহনে বিধি নিষেধ না মানলে আবারও কঠোর লকডাউন দেয়া হবে, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী দেয়া বক্তব্য এ কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও নগদ সাহায্য নিয়ে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ত্রাণ ও নগদ অর্থ যাতে বেহাতে না যায় সেদিকে সবার খেয়াল রাখতে হবে। এছাড়া শপিং মল, দোকান-পাট ও বাজারগুলোতে শতভাগ বিধি নিষেধ মেনে চলারও আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।