লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের তিন বছর পূর্তি

- আপডেট সময় : ০৮:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে ব্যবসা পরিচালনার তিন বছর পূর্তি উদযাপন করেছে লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড- এলএএফএল।
এ উপলক্ষে ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এলএএফএল-এর কোন মন্দ ঋণ নেই। প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ এবং শেয়ার হোল্ডারদের মূলধন পুরোপুরি সুরক্ষিত আছে। তাছাড়া অব্যাহত প্রবৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটি কৌশলগত বিভিন্ন নীতি গ্রহণ করেছে। প্রয়োজনীয় সেরা লোকবল সংগ্রহের জন্য বহুজাতিক ব্যাংক ও খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠান বেছে নিয়েছে। প্রতিষ্ঠানটি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান মধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে বিভিন্ন উদ্ভাবনী এবং নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এলএএফএল- শ্রীলংকার রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- পিপলস ব্যাংকের সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে রয়েছে স্বনামধন্য সামিট গ্রুপ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, রেংগস গ্রুপ, অ্যালায়েন্স গ্রুপ, মাসকো গ্রুপসহ আরো কিছু প্রতিষ্ঠান।