র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

- আপডেট সময় : ০২:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে।
রেব ও স্থানীয় সূত্র জানায়, ভোর রাতে উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্যর ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায র্যাবের একটি দল। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র্যাবের উপর গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় ডাকাত দলের কয়েক সদস্য পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাত ধরা পড়ে। পরে তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, কক্সবাজারে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত কলিমুল্লাহ গ্রুপের প্রধান করিম ডাকাত ওরফে কলিমুল্লাহ নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।