র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন

- আপডেট সময় : ০৯:০১:১৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখা চিঠিতে আব্দুল মোমেন এ অনুরোধ জানান। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে রেবের ভূমিকার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রেব ও সংস্থাটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর গত বছরের ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছিল রেব বাংলাদেশে ৬০০ মানুষকে গুম করেছে। যা মানবাধিকারের সুষ্পষ্ট লঙ্গন ।
নিষেধাজ্ঞার পর নড়ে চড়ে বসে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বাংলাদেশ অসন্তোষ জানিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে ১১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে। বিষয়টিকে দুঃখজনক বলে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে রেবের পক্ষ থেকে বলা হয়, তারা মানবাধিকার লঙ্গন নয় বরং মানবাধিকার রক্ষা করে চলছেন।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণার পর দুই দেশের মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ শুরু হয়। গত ১৫ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে ফোন করলে রেবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশকে অবহিত করার অনুরোধ করা হয়।
সর্বশেষ রোববার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অ্যান্থনি ব্লিঙ্কেনকে লেখা চিঠিতে আব্দুল মোমেন, রেব ও এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে অনুরোধ।
ভবিষ্যতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষীক সম্পর্ক সুদৃঢ়হ হবে আশাবাদ ব্যক্ত করা হয় চিঠিতে।