র্যাবের কারণে দেশে সন্ত্রাস কমেছেঃ পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রেবের কারণে দেশে সন্ত্রাস কমেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন । দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলা সফরে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
সন্ত্রাসকে যারা পছন্দ করে তারাই রেবের বিরুদ্ধে অপপ্রচার করছে বলে অভিযোগ তাঁর।
এই বাহিনীর প্রতিটি কর্মকর্তা খুবই দক্ষ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রেব জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। হলি আর্টিজানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি বলেও জানান তিনি। একতরফা তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিরোধীদের দেয়া তথ্য যাচাই বাছাইয়ের আহ্বান জানান মন্ত্রী। এবিষয়ে সঠিক তথ্য সরকারের তরফ থেকে দেয়া হবে বলেও জানান আব্দুল মোমেন।