র্যারেব মতো পুলিশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসার ব্যাপারে সতর্কতা : বিএনপি মহাসচিব

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যারেব মতো পুলিশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসার ব্যাপারে আবারও সতর্ক করলেন বিএনপি মহাসচিব।
সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, শুধু জাতীয় পার্টিই নয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলনে যেকোন দলের জন্য দরজা খোলা আছে বিএনপির। বর্তমান সরকারকেই সংবিধান পরিবর্তন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির ভারচুয়াল বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন।