রোহিঙ্গা সমস্যা তৈরিতে জিয়াউর রহমানের হাত ছিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৬৩০ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সমস্যা তৈরিতে জিয়াউর রহমানের হাত ছিল। সংসদে প্রশ্নোত্তর পর্বে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন সন্ত্রাসী গোষ্ঠির স্থান বাংলাদেশে হবে না বলে নিশ্চিত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ উপায়ে প্রতিবেশি দেশগুলোর সাথে সমস্যা সমাধানে বিশ্বাসী বাংলাদেশ। রোহিঙ্গা সমস্যা সমাধানেও মিয়ানমার এবং আন্তর্জাতিক অঙ্গনে এমনই চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আলোচনার তথ্যও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোন দেশের সাথে বৈরিতা নয়, বন্ধুত্বের মাধ্যমে সব ধরণের সমস্যা সমাধানে বিশ্বাসী বাংলাদেশ।