রোহিঙ্গা সন্ত্রাসীদের দমনে কক্সবাজারে যৌথ অভিযান শুরু
- আপডেট সময় : ০৮:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সন্ত্রাসীদের দমনে কক্সবাজারে কমান্ডো বাহিনী নিয়ে যৌথ অভিযান শুরু করেছে পুলিশ ও এপিবিএন। প্রথম দিনেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি ও কিরিচ। অপহরণ-চাঁদাবাজি-চুরি-ডাকাতি-খুন-ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কক্সবাজারকে বিষিয়ে তোলার অভিযোগ উঠেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। মাদকের টাকার ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে গত চার মাসে অন্ততঃ ২০টি হত্যাকাণ্ড ঘটেছে উখিয়া-টেকনাফের ৩২টি ক্যাম্পে।
টেকনাফের নেচার পার্ক। রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া আঁকাবাঁকা সরুপথের জায়গাটি দুর্গম বনাঞ্চল হওয়ায় আস্তানা গড়ে তুলেছে রোহিঙ্গা ডাকাত ও সন্ত্রাসীরা। খুন-অপহরণসহ বিভিন্ন অপরাধ সংগঠনে এই অরণ্যকেই নিরাপদ মনে করে তারা।
এদিকে, একের পর এক হত্যাকাণ্ডে ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। কারনে-অকারণে খুনোখুনিতে জড়িয়ে পড়া রোহিঙ্গাদের হাতে এখন কেউই নিরাপদ নয় বলে মনে করেন এই জনপ্রতিনিধি।
প্রশিক্ষিত কমান্ডোসহ তিন শতাধিক সদস্য নিয়ে বিশেষ অভিযানে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
ড্রোনসহ নানা প্রযুক্তি ব্যবহার করায়, তাদের ধরা পড়তেই হবে বলে হুঁশিয়ারি দেন পুলিশ সুপার।
আইনশৃংখলা বাহিনীর সাথে এখন পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ক্যাম্পকেন্দ্রিক বেশকিছু রোহিঙ্গা ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী।
























