রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের ট্রাইব্যুনাল ভালো কাজ করছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সহায়তা করতে চায় বলে জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্র আরও সহযোগিতা করতে চায় বলেও জানান তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাথে বৈঠক শেষে একথা জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
এসময় রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় বাড়াবাড়ি হয়েছে। পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্র সফর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ যেহেতু আইজিপিকে দাওয়াত দিয়েছে তিনি যাবেন। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি জেনেশুনেই সেখানে যাবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।