রোহিঙ্গা গণহত্যা মামলার বিচারে আপত্তি তুলেছে মিয়ানমার
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গা গণহত্যা মামলার বিচারে আপত্তি তুলেছে মিয়ানমার সরকার। সামরিক অভ্যুত্থান ও দেশটির বেসামরিক নেতাদের আটক করার দুই সপ্তাহ আগে এ আপত্তি তোলা হয়। যার কারণে এই মামলার কার্যক্রম কমপক্ষে এক বছরের জন্য দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে, রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গেলো মাসে সেই অভিযোগের বিরুদ্ধে প্রাথমিক আপত্তি জানানোর ফলে মিয়ানমার আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করা হয়। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালায় সামরিক বাহিনী। এরপর ১০ লাখ রোহিঙ্গা মুসলমানদের জোরপূর্বক দেশ থেকে বের করে দেয়া হলে তারা বাংলাদেশে পালিয়ে আসে। এ ঘটনায় ২০১৯ সালে আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ আনে গাম্বিয়া।

 
																			 
																		
















