রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতায় সমাধান খুঁজছে বাংলাদেশ

- আপডেট সময় : ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ১৫১৫ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজছে বাংলাদেশ। সেই লক্ষ্যে কক্সবাজারে ৪০ দেশের প্রতিনিধির অংশগ্রহণে শুরু হচ্ছে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন। ২৪ থেকে ২৬ আগস্ট উখিয়ার ইনানীতে সেনাবাহিনীর হোটেল বে-ওয়াচ মিলনায়তনে স্টেকহোল্ডারদের নিয়ে এই ডায়ালগের আয়োজন করছে রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৫ আগস্ট সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তার নির্মম নির্যাতন থেকে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা। এরপর আশ্রিত জীবনে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে অনেকটা বিষিয়ে তুলেছে স্থানীয়দের।
খুন, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি এবং মাদকের আগ্রাসনে উখিয়া-টেকনাফের আইনশৃংখলা পরিস্থতি এখন ভয়াবহ অবনতির দিকে। এই যখন অবস্থা, তখন “টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক স্টেকহোল্ডারস ডায়ালগের আসর বসছে কক্সবাজারে। যেখান থেকে ভাল কিছু হতে পারে বলে আশায় বুক বাঁধছেন স্থানীয়রা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিন দিনব্যাপী এ আয়োজনে সরকার প্রধানের পাশাপাশি দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীসহ ৪০ দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে উচ্চপর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনের প্রস্তুতি স্বরূপ কক্সবাজারের এই সম্মেলন- বলছেন সরকারের অতিরিক্ত সচিব মিজানুর রহমান।
আন্তর্জাতিক এই সম্মেলনে রাখাইন পরিস্থিতি, রোহিঙ্গা ক্যাম্পে অর্থায়নের ঘাটতি, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন এবং সংকট সমাধানের দীর্ঘমেয়াদি রূপরেখা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এমনই প্রত্যাশা সকলের।