রোমান কলোসিয়ামে আঁচড়, আটক জার্মান তরুণ
																
								
							
                                - আপডেট সময় : ১২:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
 - / ১৭১৩ বার পড়া হয়েছে
 
১৭ বছরের এক জার্মান তরুণকে আটক করেছে ইটালির পুলিশ। তার সঙ্গে এক শিক্ষকও ছিলেন।
এই নিয়ে একমাসে তৃতীয়বার কলোসিয়াম নষ্ট করার জন্য় কাউকে আটক করল ইটালির পুলিশ। রোববার ইটালির এএনএসএ সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার রোমে ঐতিহাসিক কলোসিয়াম দেখতে এসেছিল ১৭ বছরের এক জার্মান যুবক এবং তার শিক্ষক। তারা সেখানে থাকা অবস্থাতেই কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। কারণ, তারা দেখতে পায়, ওই তরুণ কলোসিয়ামের গায়ে আঁচড় কাটছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণকে আটক করে। তবে তার শিক্ষককে গ্রেপ্তার করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছেন, একতলায় একটি ইঁটের কার্ভিংয়ে আঁচড় কাটছিল ওই যুবক। জায়গাটির সামান্য ক্ষতি হয়েছে। কেন সে এ কাজ করছিল, তা এখনো স্পষ্ট নয়।
শুক্রবার এক সুইস তরুণীকে ওই একই কাজ করতে দেখা গেছিল কলোসিয়ামে। নিজের নামের আদ্যাক্ষর লেখেরা চেষ্টা করছিল সে। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আপাতত কয়েকদিনের জেল এবং ১৫ হাজার ইউরো জরিমানা হয়েছে তার।
চলতি মাসে আরো এক ব্যক্তিকে ওই একই কারণে কলোসিয়ামে আটক করা হয়েছিল। তাকেও একই শাস্তি দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি সংবাদ সংস্থাকে জানিয়েছে, কলোসিয়ামের ইতিহাস নিয়ে সে সচেতন ছিল না। এটি যে এত পুরনো অ্যাম্পিথিয়েটার তা সে জানতো না। সে কারণেই তার উপর নাম লেখার চেষ্টা করেছিল সে।
ডয়চে ভেলে
																			
																		













