রোববার সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ০৭:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন রোববার সকল প্রধান রাজনৈতিক দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।শনিবার (২৪ মে) বিকালে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামীকাল রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর যমুনায় অবস্থিত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকট, নির্বাচনকালীন সরকার গঠন, এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
এ বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ও প্রভাবশালী রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বৈঠকের ফলাফল সম্পর্কে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে।