রোববার নাগাদ ঘূর্ণিঝড় ‘অশনি’তে পরিণত হতে পারে আন্দামান সাগরের লঘুচাপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় থাকা লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা অথবা রাতে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। দুপুরে এমন তথ্য জানিয়েছে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ সানাউল হক আরো জানান, এটি শক্তিশালী হয়ে রোববার নাগাদ ঘূর্ণিঝড় ‘অশনি’তে পরিণত হতে পারে। ঝড়ের পূর্বাভাসে চট্টগ্রাম,কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। গেল ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের তাড়াশে সর্বোচ্চ ৭৩ মিলিমিটার, বগুড়ায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ সেন্টিমিটার, আর বগুড়ায় সর্বনিম্ন ২২ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে। এ ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এরই মধ্যে ভারতের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।