রোববার থেকেই দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত

- আপডেট সময় : ০২:১৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী চলমান লকডাউনের মধ্যেই রোববার থেকেই দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে যথাযথ বিধিনিষেধ। গত ২২ এপ্রিল থেকে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হয়। সারাদেশে গত ১৪ এপ্রিল শুরু হওয়া কঠোর লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২১ এপ্রিল। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও এক সপ্তাহ লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। লকডাউনে জরুরি সেবা ছাড়া বন্ধ রাখা হয় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস ও গণপরিবহন। দোকানপাট ও শপিংমলও বন্ধ রাখা হয়। তবে ব্যবসায়ীদের কথা চিন্তা করেই ২৫ এপ্রিল থেকে শপিংমল ও দোকানপাট খোলার সিদ্ধান্ত হয়েছে।