রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ নেই মিয়ানমারের প্রতি : পররাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহল প্রয়োজনীয় ভুমিকা রাখছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িতদের সম্পর্কে তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণার বিষয়টি বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
রাজধানীর রেডিসন হোটেলে রোহিঙ্গা সংকট নিয়ে অনুষ্ঠিত সেমিনারে আলোচকরা বলেন, ৪ বছর পরও ১১ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের কোন অগ্রগতি নেই। এ বিষয়ে আন্তর্জাতিক মহলে সভা-সেমিনার হয়। প্রকৃত অর্থে তেমন কোন চাপ সৃষ্টি হয়নি মিয়ানমারের উপর।
সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, শুধু বাংলাদেশের নয়, এটা বৈশ্বিক সমস্যা। অথচ, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক শক্তিগুলো কার্যকর চাপ দিচ্ছে না।
চীন-রাশিয়া মিয়ানমারের উপর কোনো চাপ না দিয়ে তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক চালাচ্ছে এবং সমরাস্ত্র বিক্রি করছে বলে মন্তব্য করেন তিনি।
পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, লেখক অভিজিৎ রায় হত্যায় জড়িতদের সম্পর্কে তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রের ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে।
ইতিমধ্যে অভিজিৎ হত্যার বিচার হয়েছে। সংশ্লিষ্টরা পলাতক অপরাধীদের খুঁজছে বলেও জানান, পররাষ্ট্রমন্ত্রী।