রোহিঙ্গা ইস্যু: প্রত্যাবর্তনে আন্তজার্তিক মহলকে একসাথে কাজ করার আহবান

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রোহিঙ্গা ইস্যুকে আন্তজার্তিক বিষয় উল্লেখ করে তাদের প্রত্যাবর্তনে আন্তজার্তিক মহলকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
দুপুরে রাজধানীর একটি হোটেল রোহিঙ্গা সংকট এবং প্রত্যাবর্তন বিষয়ক সেমিনারে এ আহবান জানান তিনি। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে আন্তজার্তিক মহলের প্রয়োজনীয় ভুমিকা রাখছে না এমন অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু ও মিয়ানমারের গণহত্যা নিয়ে কথা বলছে না উন্নয়ন সহযোগী দেশগুলো। তারা রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে ব্যবসা-বাণিজ্য বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।