রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট পেতে জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারিরাই সহযোগিতা করেছে

- আপডেট সময় : ০১:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট পেতে জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারিরাই সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। নিষেধাজ্ঞা থাকার পরও, নবায়নের নামে পাসপোর্ট দেয়া হয়েছে রোহিঙ্গাদের। এ নিয়ে তীব্র সমালোচনা চলছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। এ ব্যাপারে এসএটিভিতে প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির তদন্ত শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের জেদ্দা কনস্যুলেটে বিভিন্ন অনিয়ম ও পাসপোর্ট সংক্রান্ত দুর্নীতির তদন্তে এবার মাঠে নেমেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মেরিটাইম ইউনিটের সচিব খোরশেদ আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাহিদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটি কনস্যুলেট অফিসে গত ৭ থেকে ৯ সেপ্টেম্বর একদফা তদন্ত করেন।
জেদ্দা কনস্যুলেটে পাসপোর্ট সংক্রান্ত দুর্নীতির খবর এসএটিভিতে প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন। গত কয়েক বছরে শত শত রোহিঙ্গা অবৈধভাবে পাসপোর্ট বাগিয়ে নেয়ার অভিযোগ তারা খতিয়ে দেখছেন।
২০১৬ থেকে ২০২১-এর মাঝামাঝি পর্যন্ত জেদ্দা কনস্যুলেটে পাসপোর্ট নিয়ে সর্বোচ্চ দুর্নীতি ঘটে। এসময় পাসপোর্ট উইংয়ের দায়িত্বে ছিলেন প্রথম সচিব মোহাম্মদ কামরুজ্জামান, যিনি বর্তমানে কাজ করছেন রাজউকের পরিচালক হিসেবে।
রোহিঙ্গাদের পাসপোর্ট ছাড়াও কনস্যুলেটের আরো নানা অনিয়ম-দুর্নীতির বিষয়টি তদন্ত কমিটি খতিয়ে দেখার কথা জানিয়েছে।