রোববার যে কোন সময় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’ : ত্রান প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৮:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ব্যাপক শক্তি নিয়ে বাংলাদেশ উপকূলে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। এ অবস্থায় কক্সবাজার উপকূলে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় উদ্বিগ্ন উপকূলবাসী। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, জননিরাপত্তায় রাত থেকেই কক্সবাজার এবং চট্টগ্রাম জেলায় বিপদাপন্ন জনগণকে আশ্রয়কেন্দ্রে আনার পাশাপাশি নেয়া হয়েছে সার্বিক প্রস্তুতি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা হয়।
সভায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান জানান, রোববার যে কোন সময় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। সতর্কতায় সেন্ট মার্টিনের ৩৭টি আশ্রয় কেন্দ্রে ৮ হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে এবং সব প্রস্তুতি নেয়ার কথা জানান তিনি।
আশ্রিত রোহিঙ্গাদের জন্য প্রস্তুত রয়েছে সাড়ে ৪ হাজার ভলেন্টিয়ার। বৃষ্টিপাতে ভূমিধস হলে সমস্যা এড়াতে প্রস্তুতি নেয়া হয়েছে। তবে এ মুহুর্তে রোহিঙ্গাদের সরিয়ে নেয়ার সক্ষমতা নেই বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে খাদ্যসংকট কাটাতে প্রতি জেলায় ২০ লক্ষ টাকা, ২’শ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।