রোববার থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রোববার থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ব্রিসবেনে, বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপ মিশনে গেলো ২ ফেব্রুয়ারি দেশ ছাড়ে সালমাল খাতুনের দর। ১৩ দিনের অনুশীলন ক্যাম্প শেষে এবার মাঠের লড়াইয়ে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মুল মঞ্চে নামার নিজেদের ঝালিয়ে নিতে তৈরী সালমা-রুমানারা। তবে, চুড়ান্ত পর্বে নামার আগে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে টাইগ্রেসরা। এরপর ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের মুল পর্ব। তবে বাংলাদেশের আসর শুরু হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে সালমাদের প্রতিপক্ষ ভারত।