রেকর্ড পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
রেকর্ড পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জেতে শচিন-কোহলিদের উত্তরসূরীরা। ইংল্যান্ডের দেয়া ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ বল হাতে রেখে জয় পায় ভারত।
অ্যান্টিগার টস জিতে আগে ব্যাট করতে নামে ইংল্যার্ড। শুরু থেকে ভারতের বোলারদের তোপের মুখে পরে ইংল্যান্ড যুবারা। দলীয় ৯১ রানে ৭ উইকেটে হারিয়ে বিপর্যয়ে পরে ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা। অষ্টম উইকেটে ৯৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েন জেমস রিউ ও সেলস। যদিও শেষ পর্যন্ত বড় সংগ্রহ পায়নি ইংল্যান্ড, অলআউট হয় ১৮৯ রানে। ৯৫ রান করেন জেমস রিউ। ৩৪ রানে অপরাজিত ছিলেন সেলস।
জবাবে মিডল অর্ডার দৃঢ়তায় জয় পায় ইংল্যান্ড। সমান ৫০ রান করে করেন শাইখ রাশেদ ও নিশান্ত সিনদু। ব্যাট হাতে ৩৫ আর বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাজ বাওয়া।










