রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আনবিক চুল্লির আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ১২:১০:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বসলো পারমাণবিক চুল্লিপাত্রের প্রথম ইউনিট ফলে একধাপ এগিয়ে গেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন।
নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা করছেন প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেজ ওসমান। এসময় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটমের প্রধান নির্বাহী আলেক্সি লিখাচোখ ও এটমস্ট্রয় এক্সপোর্ট গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট আলেকজান্ডার লকসিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রিঅ্যাক্টর প্রেশার ভেসেল বা পরমাণু চুল্লিপাত্র বিদ্যুৎকেন্দ্রের মূল যন্ত্র। এরমধ্যেই শক্তি উৎপাদন হবে, যা কাজে লাগিয়ে তৈরি করা হবে বিদ্যুৎ। রাশিয়া থেকে এ চুল্লি দেশে আসে গত বছরের অক্টোবরে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা….আইইএ’ন মান অনুসরণ করে এ চুল্লিপাত্র স্থাপন হচ্ছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ২০২৩ সালের এপ্রিলে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে রূপপুর কর্তৃপক্ষের। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে।