রুপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ২০ জনের বাড়ি কিশোরগঞ্জে

- আপডেট সময় : ০১:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রুপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ২০ জনের বাড়ি কিশোরগঞ্জে। প্রিয়জনের আকষ্মিক দুর্ঘটনার খবরে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহতদের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা।
নারায়নগঞ্জের রুপগঞ্জে বেভারেজ কারখানায় অগ্নিকান্ডে নিহত হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার কালিয়ারকান্দার চান মিয়ার ছেলে ১৪ বছরের নাজমুল। সংসারে খানিকটা স্বচ্ছলতার আশায় কারখানায় চাকরি নিয়েছিল সে।
দু’ দিন আগেও মাকে ফোন করে বলেছে, ঈদের বেতন পেলেই বাড়ি ফিরবে সে। এরই মধ্যে এলো ছেলের মৃত্যুর খবর। নাজমুলের মতো ওই কারখানায় কিশোরগঞ্জের অনেকেই কাজ করতো। তাদের বাড়িতে এখন চলছে শোকের মাতম।
কটিয়াদী উপজেলার গৃহবধূ জুবেদা বেগমের দুই মেয়ে কারখানায় চাকরি করেন। আগুনে মারা গেছে ছোট মেয়ে। এমন খবরে শোকে পাথর হয়ে গেছেন তিনি।
অগ্নিকাণ্ডে এ পর্যন্ত কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় ২০ জন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের। তাদের মধ্যে জেলার করিমগঞ্জে নিখোঁজ রয়েছেন একই পরিবারের ছ’জন।