রিয়াল-বার্সা দ্বৈরথ আজ রাত ২ টায়

- আপডেট সময় : ০৮:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আজ রাতে রিয়াল-বার্সা দ্বৈরথ। বছরের প্রথম এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল। নিজেদের হারিয়ে খুজে পাওয়া বার্সেলোনা, জয়ের ধারা ধরে রাখতে উজ্জীবিত। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দিদের হারিয়ে ঘুরে দাঁড়ানোর প্রেরণার খোঁজে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে রিয়ার-বার্সার মহারণ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।
স্পেনে শিরোপার লড়াইটা যথারীতি রিয়াল-বার্সার মধ্যে। শতাব্দী প্রাচীন দ্বৈরথ এবারও ঠিক করে দিচ্ছে বার্সেলোনা নাকি মাদ্রিদ কোথায় যাচ্ছে স্প্যানিশ লিগের ট্রফি। বার্নাব্যুতে সবশেষ চার সফরেই জিতেছে মেসিরা। পাচে পাচ হলে, লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দিদের চেয়ে পাচ পয়েন্ট এগিয়ে যাবে বার্সেলোনা। এল ক্ল্যাসিকো মানেই এখন রিয়াল মাদ্রিদের অস্বস্তি। ২০১৪র পর বার্নাব্যুতে মর্যাদার এই লড়াই জেতেনি লস ব্লাঙ্কোরা। সবমিলে বার্সার সঙ্গে শেষ সাত দেখায় জয় নেই। মাদ্রিদে শেষ ১১ সফরের আটটিতেই জিতেছে বার্সা।
রিয়াল মাদ্রিদের ফর্মও সাদামাটা। শেষ ৫ ম্যাচে মাত্র এক জয়। সবশেষ তিন ম্যাচে হার, যার মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি লজ্জা।
হ্যাজার্ডের ইনজুরিতে আক্রমন ভাগ দুর্বল। তবে, মৌসুমে ১৮ গোল করা করিম বেনজেমা–রিয়ালের আশার আলো। সেই সঙ্গে মদ্রিচ, ভিনিসিয়াস ও ভালভার্দেরা এ ম্যাচে জিদানের বড় আস্থা। অন্যদিকে, কিকে সেতিয়েনের জন্য প্রথম এল ক্ল্যাসিকো। টানা তিন জয়ে বার্সা অধ্যায়ের শুরুটা দারুণ করেছেন। যা এ ম্যাচে অনুপ্রেরণার রসদ। শঙ্কা কাটিয়ে জেরার্ড পিকে ও জর্ডি আলবাও ফিরেছেন। সুয়ারেজ, দেম্বেলে ও সার্জি রবার্তোদের অনুপস্থিতিতে নবীশ মার্টিন ব্রাথওয়েট সেতিয়েনের ট্রাম্প কার্ড।
দেরিতে হলেও মেসি-গ্রিজম্যান জুটি জমতে শুরু করেছে। বার্সার শেষ আট গোলের ছয়টিই এই দুজনের। দুর্বল রক্ষণ শঙ্কার হলেও আক্রমনাত্মক কৌশল নিয়েই বার্নাব্যুতে জয় উল্লাস করতে চায় বার্সা। লা লিগায় দু’দলের অবস্থান সমান ৭২ জয়ে। তবে সব মিলে ২৪২ বারের মোকাবেলায় রিয়াল মাদ্রিদের চেয়ে হেড টু হেডে এগিয়ে বার্সেলোনা। যদিও এসবকে ছাপিয়ে নব্বই মিনিটের লড়াইয়ে মনোযোগ দু’দলের ফুটবলাড়দের। কেননা রিয়াল-বার্সার কাছে সবার ওপরে ঐতিহ্য মর্যাদা।