রিজওয়ানকে ছাড়াই প্রথম দিনের অনুশীলনে পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৬২৫ বার পড়া হয়েছে
রিজওয়ানকে ছাড়াই প্রথম দিনের অনুশীলনে পাকিস্তান। মিরপুরের একাডেমি মাঠে প্রথম দিনের অনুশীলনও শুরু করেছেন তারা।
তবে দলের অনুশীলনে দেখা যায়নি ব্যাট হাতে বিশ্বকাপের মাঠ কাঁপানো মোহাম্মদ রিজওয়ানকে। তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানা গেছে। বিশ্বকাপের সময় অসুস্থ হয়ে হাসপাতালেও থাকতে হয়েছিল রিজওয়ানকে। এরপর হাসপাতাল থেকে এসেও মাঠ কাঁপিয়েছে। শুধু রিজওয়ানই নন, এবারের বিশ্বকাপে দল হিসেবেও দুর্দান্ত খেলেছে পাকিস্তান। সেমিফাইনালে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলেও তাদের খেলা মনজয় করেছে ক্রিকেটপ্রেমীদের। এবার বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। টেস্ট দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যার একটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, অন্যটি ঢাকার মিরপুরে।















