রাহাত হত্যা মামলায় আনিসুল হক ও মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
রেসিডেন্সিয়াল স্কুল ছাত্র নাঈমুল আবরার রাহাত হত্যা মামলায় কিশোর আলো সম্পাদক আনিসুল হক ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ।
মহানগর দায়রা জজ আদালত কে এম ইমরুল কায়েশের আদালতে ১০ আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে। আবরারের মৃত্যুর ঘটনায় তার বাবার করা মামলায় গত পহেলা অক্টোবর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত। আসামিদের অবহেলার কারণে রেসিডেন্সিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র আবরারের মৃত্যু হয়েছে বলে বরাবরই অভিযোগ আবরারের পরিবারের। ২০১৯ সালের পহেলা নভেম্বর কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আবরার।