রাস্তাঘাটের বেহাল দশায় চরম বিপাকে দিনাজপুরের ব্যবসায়ীসহ সব শ্রেণী-পেশার মানুষ

- আপডেট সময় : ০৬:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে রয়েছে প্রায় সাড়ে তিন শতাধিক চাল কল। এর মধ্যে প্রায় ২৫০ টিরও বেশি চালকল রয়েছে জেলার একমাত্র শিল্পাঞ্চল পুলহাট এলাকায়। কিন্তু রাস্তাঘাটের বেহাল দশায় চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীসহ সব শ্রেণী-পেশার মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের এমন বেহাল অবস্থায় ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয়ে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দক্ষিণে পুলহাট। চালকল ভিত্তিক এই এলাকায় রয়েছে বিসিক শিল্প নগরী। পুলহাট থেকে ফাসিলা ডাঙ্গা,কমলপুর এবং পুলহাট থেকে রামসাগর হয়ে খানপুর এলাকার রাস্তাঘাটের বেহাল দশায় চরম ভোগান্তিতে পথচারীরা।
দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের এমন বেহাল অবস্থায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান স্থানীয় ব্যবসায়ীরা।এরইমধ্যে রাস্তাগুলো সংস্কারের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা।জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।