রাসায়নিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়তে ওপিসিডব্লিউ’র সঙ্গে একযোগে কাজ করবে বাংলাদেশ

- আপডেট সময় : ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে রাসায়নিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়তে ওপিসিডব্লিউ’র সঙ্গে একযোগে কাজ করবে বাংলাদেশ। এক প্রশিক্ষণ সমাপনীতে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে সীতাকুন্ডের অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরো সতর্ক হতে হবে বলে মন্তব্য করেন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
সম্প্রতি সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে মারা গেছেন ৪৯ জন। আগুনের ভয়াবহ তাণ্ডব চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ঝুঁকিপর্ণ রাসায়নিক দ্রব্যের গুদাম ও প্রক্রিয়াজতকরণে দুর্বলতার কথা।
এমন পরিস্থিতিতে সার্কভুক্ত ৬টি দেশের প্রতিনিধিদের কেমিক্যাল ওয়ারফেয়ার সনাক্তকরণ, উদ্ধার সরঞ্জাম ব্যবহার এবং রাসায়নিক দুর্ঘটনা বা দুযোগে উদ্ধার তৎপরতা চালানো বিষয়ে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ দেয় ওপিসিডব্লিউ।
বাংলাদেশ, ভারতসহ ৩৭ জন অংশ গ্রহণকারির হাতে সনদ তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী। এসময় প্রশিক্ষণটিকে সময়োপোযোগী বলে মন্তব্য করেন এনামুর রহমান।
এরআগে আনুষ্ঠানিক বক্তব্যে লে: জে: ওয়াকার-উজ-জামান বলেন, অগ্নিকাণ্ডের দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে।
আয়োজক দেশ হিসেবে বাংলাদেশকে বাছাই করায় ওপিসিডব্লিউর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে সশস্ত্র বাহিনী বিভাগ