রাষ্ট্রপতির সঙ্গে চলমান সংলাপের চতুর্থ দিনে আজ অংশ নেবে দুটি রাজনৈতিক দল

- আপডেট সময় : ০২:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে চলমান সংলাপের চতুর্থ দিনে আজ অংশ নেবে দুটি রাজনৈতিক দল। বিকাল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন। একই দিন সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস।
একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন, সংবিধান অনুযায়ী একটি নির্দিষ্ট আইনি কাঠামো তৈরিসহ আরো কিছু প্রস্তাবনা রাখবেন তারা। এ বিষয়ে আজ নিজেদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। তবে নির্বাচন কমিশন আইন প্রণয়নের বিষয়ে গুরুত্ব দেয়া হবে। আইনের বিষয়ে প্রস্তাব রাখবে তরিকত। এর আগে একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে গত ২০ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ ৫ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে আগামী ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।