রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে

- আপডেট সময় : ০২:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বলে, মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সকালে বনানীতে দলের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। দেশের যে কোন ক্রান্তিলগ্নে সৈয়দ আশরাফের ভুমিকা অবিস্মরণীয় ছিলো বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০০৮ ও ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, সমবায় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের এই দিনে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের এই বরেণ্য নেতা।
তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পরে বর্ষীয়ান এই নেতাকে নিয়ে স্মৃতিচারণ করেন তিনি।
বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এবং রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ না নেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের এই নেতা।
সৈয়দ আশরাফ স্মৃতি সংসদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়, ফুলেল শ্রদ্ধা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও পরিবারের সদস্যরা। এছাড়া দলের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।