রাশিয়া থেকে সার, খাদ্য ও জ্বালানি তেল আমদানিতে কোনও বাধা নেই : তৌফিক-ই-ইলাহী চৌধুরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
রাশিয়া থেকে সার, খাদ্য ও জ্বালানি তেল আমদানিতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বিনিময়কালে তিনি এ কথা বলেন। মার্কিন আন্ডার সেক্রেটারি জে ডব্লিউ ফারনান্দেজ ও সহকারী আন্ডার সেক্রেটারির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আলোচনায় ফারনান্দেজ বলেছেন, সার-খাদ্য ও তেল আমদানীতে নিষেধাজ্ঞা নেই। রাশিয়া ও অন্যান্য দেশ থেকে জ্বালানি তেল আমদানির কথা সরকার ভাবছে বলেও জানান তিনি। ট্যাক্স কমিয়ে জ্বালানি তেলের দাম কমানো সঠিক হয়নি বলে মনে করেন তিনি।