রামনরেশ সারওয়ানকে সাপ এবং কুৎসা রটনাকারী বলে মন্তব্য গেইলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সাবেক সতীর্থ রামনরেশ সারওয়ানকে সাপ এবং কুৎসা রটনাকারী বলে মন্তব্য করেছেন ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইল। এক ভিডিও বার্তায় গেইল জানিয়েছেন সাবেক এই সতীর্থর আচরণে বিরক্ত হয়েই জ্যামাইকা তালাওয়াস ছেড়েছেন তিনি।
চুক্তির দুই বছর বাকী থাকতে হঠাৎ জ্যামাইকা ছেড়ে সেন্ট লুসিয়াতে যাওয়ার কারন ব্যাখ্যা করেন গেইল। নিজের ইউটিউব চ্যানেলে ইউনিভার্স বস জানান, পেছন থেকে সারওয়ানের নোংরা রাজনীতির কারনেই তালাওয়াস ফ্র্যাঞ্চাইজি তাকে রিটেইন না করার সিদ্ধান্ত নেয়। গেইল জানিয়েছেন দলে বিভক্তি তৈরি এবং ক্রিকেটারদের পেছনে কথা বলার অভ্যাস সাবেক ক্যারিবিয়ান সতীর্থ রামনরেশ সারওয়ানের। তাই তার বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন গেইল। সারওয়ানের সঙ্গে তাঁর সম্পর্ক চিরতরে শেষ বলেও জানিয়েছেন ইউনিভার্স বস।



















