রাত সাড়ে ১১টায় ইংলিশ লিগের বিগ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি

- আপডেট সময় : ০৮:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ইংলিশ লিগের বিগ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়।
শীর্ষে লিভারপুল। তবে সমতলের লড়াইটা অন্যদের মাঝে। কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার আর ম্যান সিটির দ্বৈরথ তাই শীতল লিগে উত্তাপ ছড়ানোর। টেবিলের দুয়ের সাথে তিনের লড়াই। ২৬ রাউন্ড শেষে সিটিজেনদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে ফক্সরা। দুদলের ১০০তম ম্যাচের স্বাক্ষী হবার অপেক্ষায় কিং পাওয়ার স্টেডিয়াম। যেখানে গেলো মৌসুমে সিটিজেনদের অভিজ্ঞতা পরাজয়ের। তবে দুদলের সবশেষ ছয় ম্যাচে পাচ পরাজয় ব্রেন্ডন রজার্সের বড় দুশ্চিন্তা। অন্যদিকে লিগেও ছন্দহারা লেস্টার। শেষ পাঁচ ম্যাচে জয় মাত্র একটা। বিপরীতে মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যুতে টালমাটাল ম্যান সিটি। ফুটবলার কেনায় অনিয়মে চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার পর এবার তদন্তের অপেক্ষায় এফ এ। গার্দিওয়ালার চ্যালেঞ্জটা তাই মাঠে শীষ্যদের মনোযোগ ফেরানোর।