কুমিল্লা সিটি নির্বাচন : কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম

- আপডেট সময় : ০৬:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
রাত পোহালেই কুমিল্লা সিটি করপোরেশন.. কুসিক নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন.. ইভিএম। রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলছেন, সুষ্ঠু ভোট গ্রহণে বদ্ধপরিকর তারা। এদিকে, প্রত্যেকটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন।
২ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৫ কেন্দ্রে ইভিএম ব্যবহারের সুযোগ পাবেন।
কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ইভিএম মেশিন। রিটার্নিং কর্মকর্তা জানান, যে কোনো পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন দিতে ইসি বদ্ধপরিকর।
এদিকে ভোটের পরিবেশ ঠিক রাখতে পুরো শহর জুড়ে মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশ সুপার জানান, কড়া নজরদারি রয়েছে তাদের।
৫ জন মেয়রপ্রার্থীর পাশাপাশি ২৭টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।