রাত আটটায় দোকানপাট বন্ধে চটেছেন রাজশাহীর ব্যবসায়ীরা

- আপডেট সময় : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
রাত আটটায় দোকানপাট বন্ধের সিদ্ধান্তে চটেছেন রাজশাহীর ব্যবসায়ীরা। বিশেষ করে ঈদের আগে এধরনের উদ্যোগে ক্ষুব্ধ তারা। সরকারের এমন সিদ্ধান্তকে হটকারী ও আত্মঘাতী বলে অভিহিত করেছেন ব্যবসায়ীরা নেতারা।
করোনার দুবছর আর্থিকখাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে সে ধাক্কা কাটিয়ে না উঠতেই নতুন বিধিনিষেধের বেড়াজালে আটকে গেছেন তারা। কোরবানীর ঈদের মুখে রাত আটটার মধ্যেই মার্কেট বিপণী-বিতান বন্ধ রাখায় রুটি-রুজি নিয়ে তারা পড়েছেন দুশ্চিন্তায়।
চাকরিজীবী বা কর্মজীবীরা সাধারণত সন্ধ্যার পর যান মার্কেটে। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের নামে রাত আটটার মধ্যেই মার্কেট বন্ধ করে দেয়ায় ক্রেতারাও পড়েছেন বিড়ম্বনায়।
শপিংমল বা বড় বড় মার্কেটের ওপর নির্ভরশীল ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। কিন্তু তারাও এখন সন্ধ্যার পর পর ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন।
আর চেম্বার অব কমার্সের সভাপতি এই সিদ্ধান্তের জন্য সরাসরি আমলাদেরই দায়ী করলেন।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাত আটটার মধ্যেই বন্ধ করে দেয়া হয় মার্কেট, শপিংমল ও বিপণী-বিতান।