রাতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে লিভারপুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
রাতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। প্রতিপক্ষ নবাগত লিডস ইউনাইটড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
গেলো আসরে ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতা লিভারপুল বেশ উজ্জ্বীবিত। যদিও মাঠের পারফরমেন্সে পরের সময়টায় ছন্নছড়া ছিলো অলরেডরা। আর্সেনালের কাছে হেরে কমিউনিটি শিল্ড হাতছাড়া আর চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন পর্যন্তই সীমাবদ্ধ ছিলো লিভারপুল। তবে, এসবকে ছাপিয়ে নতুন মৌসুমটা জয় দিয়েই রাঙ্গাতে চান লিভারপুল কোচ জার্গেন ক্লপ। অন্যদিকে, ১৬ বছর পর প্রিমিয়ার লিগে জায়গা পেয়েছে লিডস ইউনাইটেড। প্রিমিয়ার লিগ ইতিহাসে তিনবারের চ্যাম্পিয়ন লিডসের শেষ ট্রফি জয় ১৯৯১-৯২ মৌসুমে। আর্জেন্টাইন কোচ মার্সেলো আলবার্তোর অধীনে নতুন করে আবারো চমক দেখাতে চায় দলটি।