রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে পিএসজি ও অ্যাটলেটিকো মাদ্রিদ
- আপডেট সময় : ০৯:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ইউরোপিয়ান ফুটবলে রাতের আলাদা ম্যাচে মাঠে নামবে পিএসজি ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ফ্রেঞ্চ লিগ ওয়ানে হোম ম্যাচে সেন্ট এতিয়েনের মুখোমুখি হবে পিএসজি। আর লা-লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর প্রতিপক্ষ সেল্টা ভিগো। দুটি ম্যাচই শুরু রাত ২টায়।
চলতি মৌসুমে এ যেন এক অন্য পিএসজি। লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, সব খানেই ফরাসী জায়ান্টদের জয়জয়কার। লিগ শেষ হতে বাকি এখনো অনেক। তার পরও চোখ বন্ধ করে বলে দেয়া যায়। এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করছে প্যারিস সেইন্ট জার্মেই, আটকাবে সাধ্যকারা?।
আত্মবিশ্বাসকে সঙ্গী করে হোম ম্যাচে নামছে মেসিরা। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট প্যারিসিয়ানদের। যেখানে দুইয়ে থাকা মার্সেইর মাত্র ৪৬। রাতে হোম ভেন্যু পার্ক দে প্রিন্সেসে সেন্ট এতিয়েনকে আতিথ্য দেবে পচেত্তিনোর ছেলেরা। যে দলটার বিপক্ষে শেষ ২৫ ম্যাচে কোন হারের রেকর্ড নেই পিএসজির। ১৯টাতেই জয় আর ৬টা ম্যাচ হয়েছে ড্র।
তবে, প্যারিসিয়ানদের আত্মবিশ্বাসে বাগড়া দিতে পারে ইনজুরি। স্প্যানিশ সুপারস্টার রামোস আগেই অনিশ্চিত। এবার যোগ হয়েছে মিডফিল্ডার পারেদেসের ইনজুরি। মাঝ মাঠের সেরা তারকা মার্কো ভেরাত্তি কার্ড সাসপেনশনে মিস করতেন ম্যাচ। তার পরও মেসি নেইমার, এমবাপ্পেদের নিয়ে উড়ছে প্যারিস সেইন্ট জার্মেই।
তবে, লা লিগায ধুকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৫ রাউন্ড শেষে টেবিলের পাঁচে অ্যাটলেটিকো, বাজে সময় প্রমাণে যথেষ্ট। যদিও এখনো আশা ছাড়তে নারাজ বর্তমান চ্যাম্পিয়নরা।
সেল্টা ভিগোর বিপক্ষে নতুন করে শুরু করতে চায় অ্যাটলেটিকো মাদ্রিদ। যাদের সাথে লিগে শেষ ৯ ম্যাচের একটাতেও হারেনি সিমিওনের দল। যা এ ম্যাচে আত্মবিশ্বাসের রসদ অ্যাটলেটিকো মাদ্রিদের।










